চুয়াডাঙ্গায় সাংবাদিক ডালিমের উপর সন্ত্রাসী হামলা

অপরাধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পৌর এলাকার পোষ্টঅফিস পাড়ায় দুর্বৃত্তের খুরের আঘাতে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফরিপোটার সোহেল রানা ডালিম রক্তাক্ত জখম হয়েছে।


বিজ্ঞাপন

শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন

গতকাল ১৬ আগষ্ট সোমবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পোষ্টঅফিস পাড়ায় ও সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার বাসিন্দা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফরিপোটার।

জানা যায়, সোমবার রাতে সাংবাদিক সোহেল রানা ডালিম ব্যাক্তিগত কাজে শহরের পোষ্টঅফিস পাড়ায় একটি দোকানের সামনে দাড়িয়ে ছিলেন।

মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কয়েক জনের সাথে তার কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে সাংবাদিক ডালিমকে খুর দিয়ে পিঠে আঘাত করে।

পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসলে জরুরি বিভাগে আবার এলোপাতাড়ি খুর দিয়ে আঘাতে রক্তাক্ত জখম হয়।

শরীরের বিভিন্ন স্থানে তার আঘাতের চিহৃ রয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। পিঠে, কমোরেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।