জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন-২০২১

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবছরও শোকের মাস পালন উপলক্ষে সরকার নানাবিধ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তার কর্ম এলাকায় উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো করোনায় কর্মহীন ও সংকট গ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান, বৃক্ষরোপণ ও স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক বিতরণ। কেন্দ্রীয় কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন ও মিলাদ মাহফিল। বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীকে স্মরণ করে রাখার জন্য রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তার অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপণ করে। বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটির এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান এবং রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, এছাড়াও সংস্থার কর্মকর্তা গণউপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন