ঢাকার ইতিহাসে খাল ও নদী একটি অবিচ্ছেদ্য অংশ

রাজধানী

নিজস্ব প্রতিনিধি : ঢাকা নগরীর ইতিহাসে খাল ও নদী একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু জনসংখ্যার বাড়তি চাপ ও অবৈধভাবে বর্জ্য ফেলার সংস্কৃতি সময়ের সাথে সাথে খাল ও নদীর সংখ্যাকে হ্রাস করে ফেলছে যার ফলে আমরা আমাদের ঢাকার অমলিন সৌন্দর্য্যকে হারাচ্ছি। খালের বর্জ্য অপসারণ করে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে সুষম করতে ও ঢাকার সৌন্দর্য্যকে বৃদ্ধি করে একটি বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই পরিশ্রম ও প্রয়াস মোটেও ফলপ্রসূ হবে না যদি ঢাকা শহরের বাসিন্দারা খালে অবৈধভাবে বর্জ্য পরিত্যাজ্যন পরিহার না করে।
এজন্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সকলের প্রতি আহ্বান জানাচ্ছে, যার যার ব্যক্তিগত অবস্থান থেকে উদ্যোগী হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খালে বর্জ্য ফেলা বন্ধ করে একটি বসবাসযোগ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গড়ে তোলার জন্য।


বিজ্ঞাপন