কোন প্রাকৃতিক দূর্যোগ দমাতে পারছে না মাগুরা হটলাইন টিমের সদস্যদের

সারাদেশ

অক্সিজেন সিলিন্ডার নিয়ে বৃষ্টিত ভিজেই গভীর রাতে শ্বাস কষ্টে ভোগা করোনা রোগীর বাড়িতে হাজির


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : রোদ, বৃষ্টি, ঝড় বা করোনা মহামারীর ভয়, যেন কোন কিছুতেই দমাতে পারছে না এড, সাইফুজ্জামান শেখর এর পৃষ্ঠোপষোকতায় গঠিত মাগুরা হটলাইন টিমের আহবায়ক মোঃ ফজলুর রহমান সহ হটলাইন টিমের সদস্যদের। দমাতে পারেনি আপনজনের মৃত্যুতেও। মানবতার ফেরিওয়ালা এইসব অজেয় যোদ্ধারা যেন করোনা মহামারীতে আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সহ নানাভাবে সহোযোগিতার মাধ্যমে করোনার সাথেই যুদ্ধ করছে মাগুরা হটলাইনের টিমের সদস্যরা।
গতকাল রাত ঠিক সাড়ে ৯টা হঠাৎ প্রচন্ড বৃষ্টি। হঠাৎই মাগুরা হটলাইন টিমের সমন্বয়ক মোঃ ফজলুর রহমান এর মোবাইলে খবর পেলেন অক্সিজেনের অভাবে কস্ট পাচ্ছে একজন করোনা রোগী।


বিজ্ঞাপন

আর দেরি নয়, বৃষ্টিতে ভিজেই শ্বাসকষ্ট পাওয়া এক রোগীর জন্য জরুরী অক্সিজেন নিয়ে ছুটলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগীতায় পরিচালিত হটলাইন টিমের সমন্বয়ক মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মো. ফজলুর রহমান। ঐ বৃষ্টি ভেজা রাতেই পৌঁছে দিলেন অক্সিজেন সিলিন্ডার।