নিজস্ব প্রতিবেদক : হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধি প্রাঙ্গণে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের উদ্যোগে ৮ সেপ্টেম্বর বুধবার সকালে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, কবি মুহাম্মদ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মেজর অব. মফিজুল হক সরকার। হোসেন শহীদ সোহারওয়ার্দী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম এ জলিল এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, আওয়ামী লীগ নেতা আ হ ম মোস্তফা কামাল প্রমুখ। আলোচনা সভার পূর্বে সংগঠনের পক্ষ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সমাধিতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।