যশোরে ইয়াবাসহ গ্রেফতার ৪

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার ৮ সেপ্টেম্বর ডিবি যশোরের এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭ টা ২০ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন উপশহর ই-ব্লকে সুইটি লেডিস্ ফ্যাশন হাউজের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) শাহানুর রহমান (৪৫), পিতামৃত- আফসার আলী, সাং- নাজির শংকরপুর, থানা- কোতোয়ালি, (২) রফিকুল ইসলাম (৪৭), পিতা- শওকত আলী, সাং- চিংড়াবাজার, থানা- কেশবপুর, (৩) কামাল হোসেন (৪০), পিতামৃত- দরবেশ শেখ, সাং- পদমদী, থানা-শৈলকুপা, জেলা- ঝিনাইদহ, (৪) রেজাউল আমিন @ মিল্টন (৫২), পিতামৃত- রুহুল আমিন, সাং- দিঘলিয়া, থানা ও জেলা- নড়াইল, উভয় বর্তমান ঠিকানা সাং- উপশহর, থানা- কোতোয়ালি, সর্বজেলা- যশোরদের ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও বাই সাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী শাহানুরের বিরুদ্ধে ইতোপূর্বে ১ টা মাদক মামলা, রফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা, কামালের বিরুদ্ধে ইতোপূর্বে ৩ টা মাদক মামলা, রেজাউলের বিরুদ্ধে ইতোপূর্বে ৩ টা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।


বিজ্ঞাপন