সিএম সনদ না থাকায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে গুলশান ও বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযানে ব্যাবিলন আউটফিট লিঃ, বাড়ী-৯৮, রোড-১১, ব্লক-সি, বনানী, ঢাকা-কে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত তৈরি, বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে বিজ্ঞ আদালত ১,০০,০০০/- টাকা জরিমানা ও একই অপরাধের জন্য
এস্টোরিয়ন লিঃ, ৭৬, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করেন।

অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) উপস্থিত ছিলেন।