অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের বিল ঝিকরায় সপ্তাহব্যাপী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিলের শেওলা অপসরণ কর্মসূচী হাতে নিয়েছে এলাকাবাসী। আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি স্বপন সরকারের নেতৃত্বে শুক্র ও শনিবার দিনব্যাপী আনুমানিক শতাধিক লোকের উপস্থিতিতে এই কর্মসূচী প্রত্যাহ সকালে শুরু হয়। ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে বিল থেকে শেওলা সম্পূর্ণরূপে অপসরণ না হওয়া পর্যন্ত বলে জানিয়েছেন কতৃপক্ষ। জলের ভেতর নৌকায় করে স্প্রে মেশিনের সহায়তায় বিলের শ’ শ’ বিঘা জমিতে শেওলা মারার বিষক্রিয়া মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়।
পরামর্শক হিসেবে এসময় শেওলা অপসরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধীর কুমার পাঁড়ে, সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস ও সমীরণ সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রজিত বিশ্বাস বুলেট, বিবেকানন্দ যুব সংঘের সাধারন সম্পাদক মিন্টু কুমার রায়, সুন্দলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্যামল রায়, ইউপি সদস্য অপূর্ব লাল ধর, তুষার কান্তি বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিকাশ মল্লিক, গ্রাম ডাক্তার অরুন, সুমন্ত রায় সহ প্রমূখ। ভবদহ দুর্ভোগ কবলিত এলাকার দুর্ভোগের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহন করে কিছু হৃদয়বান ব্যাক্তি। শেওলা অপসরণ সম্পূর্ণ হলে এলাকার দারিদ্রতা লাঘবে সরকারি ভাবে বিলে মৎস্য উন্মুক্ত করণের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের নিকট থেকে সহায়তা চেয়েছেন এলাকার সাধারণ মানুষ।