স্কুলের ছাত্র ছাত্রীদের ফুলেল শুভেচছায় সিক্ত করলো সৈয়দপুর ট্রাফিক বিভাগ

অপরাধ শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি’তে দীর্ঘ বিরতির পর স্কুলে ফিরলো শিক্ষার্থীরা। রাস্তায় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

রবিবার ১২ সেপ্টেম্বর দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে বাংলাদেশ সরকার। স্কুলগামী এসব শিক্ষার্থীদের রাস্তায় ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অভিনন্দন জানান নাহিদ পারভেজ চৌধুরী, টিআই, সৈয়দপুর ট্রাফিক বিভাগ, নীলফামারী, জ্যোতির্ময় রায়, টিআই, সৈয়দপুর ট্রাফিক বিভাগ,নীলফামারী আশরাফ কোরাইশী, সার্জেন্ট, সৈয়দপুর ট্রাফিক বিভাগ, নীলফামারী সহ সৈয়দপুর ট্রাফিক পুলিশ এ কর্মরত অন্যান্য সদস্যরা।


বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন মূলক কার্যক্রমের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের সময় মুখে মাস্ক আছে কিনা সেটি যাচাই, না থাকলে বিতরণ, শরীরের তাপমাত্রা মাপা পরীক্ষা, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করার পরামর্শ প্রদান করে ট্রাফিক পুলিশ।