মো. রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল বিট অফিসারদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা গতকাল বুধবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নড়াইল জেলায় শান্তিপূর্ণ্ভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে, কোনো অপশক্তি যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেদিক সজাগদৃষ্টি রাখতে হবে।
এছাড়া তিনি বলেন, মন্দির ভিত্তিক স্বেচ্ছা সেবকদের তালিকা করে তাদের পরিচয়পত্র প্রদান করে রাতের পাহারা নিশ্চিত করতে হবে। বিট অফিসারগণ নিয়মিত মন্দির পরিদর্শন করবেন এবং পরিদর্শন রেজিষ্ট্রারে স্বাক্ষর, তারিখ এবং সময় উল্লেখ পূর্বক মতামত লিপিবদ্ধ করবেন।
মন্দিরের চার পার্শ্বে বেড়া, দেয়াল, কলাপসিবল গেট এর ব্যবস্থা করার জন্য মন্দির কমিটির সাথে আলোচনা করতে হবে।
মন্দির ও তার আশপাশে পর্যাপ্ত আলো ও লাইটের ব্যবস্থা করতে হবে। প্রতিমা তৈরীর পর থেকে স্বেচ্ছা সেবক দল পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি করবে।
প্রত্যেক বিট অফিসারের কাছে তার বিট এলাকার মন্দির কমিটির সভাপতি ও সহ-সভাপতির মোবাইল নম্বর থাকতে হবে এবং তিনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নিয়ে সমস্যার সমাধান করবেন।
প্রধান অতিথি মহোদয় এ সময় সিআইএমএস তথ্য পূরন, বিট অফিসারদের অ্যাকটিভ হওয়া ,অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, মামলা তদন্ত, আসামী গ্রেফতারের ব্যাপারে সতর্কতা অবলম্বন, অপরাধীদের দ্রুত গ্রেফতার, মটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান, সকল অফিসারদের দায়িত্ব পালনের ব্যাপারে জবাবদিহিতা, ইউনিফর্ম পরিধান ইত্যাদি ব্যাপারে সকলকে তৎপর থাকতে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে আরও বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্যে তিরস্কার।
কাজেই সকল পুলিশ সদস্যকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, যার যার ডিউটি এলাকায় সজাগ দৃষ্টি রাখতে হবে, কোন প্রকার দাঙ্গা-হাঙ্গামা যাহাতে না হয় এবং জনগণের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান করতে হবে।
তিনি আরো বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিশেষে পুলিশ সুপার সকলকে শৃংখলার মধ্যে থেকে ডিউটি করতে বলেন।
চাকরি ক্ষেত্রে ছুটি বা বেতন বা অন্য যেকোন পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা থাকলে তা রোল কল বা কল্যাণ সভায় উপস্থাপন করতে এবং সমাধান না হলে নিয়ম মেনে পুলিশ সুপার সাথে দেখা করে জানাতে বলেন। এছাড়া ইচ্ছামত ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে মন্তব্য না লিখতে নির্দেশনা প্রদান করেন ।