নোয়াখালীতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলের শ্রীনগরে ৩০ কেজি গাঁজা ও ১২৫ পিস ইয়াবা সহ ২ জন মাদককারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

আটককৃতরা হলেন শ্রীনগর গ্রামের মর্তুয়া আইয়ুব শামীম (৪৯) ও দাসের বাড়ির আকতারুজ্জামান সুজন (৩৮)।


বিজ্ঞাপন

মঙ্গলবার ২৮ সকালে তাদের আটক করা হয়। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক এই তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালের দিকে চাটখিল উপজেলা শ্রীনগর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম ও উপ-পরিদর্শক মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মর্তুয়া আইয়ুব শামীমকে আটক করা হয়।

এ সময় তার নিকট থেকে ৩০ কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে একই এলাকার দাসের বাড়িতে অভিযান পরিচালনা করে মাদককারবারী আকতারুজ্জামান সুজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ব্যাপারে চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।