ঝিকরগাছায় মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

অপরাধ

যশোর প্রতিনিধি : যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক-নির্দেশনায় মোঃ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, ঝিকরগাছা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিঃ) মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঝিকরগাছা থানাধীন হাজেরালী সাকিনস্থ যশোর বেনাপোল মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪৫ (পাঁচচল্লিশ), বোতল ফেনসিডিলসহ রনি আহম্মেদ (২৮), নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন

আসামীর নাম ও ঠিকানা যথাক্রমে উল্লেখ করা হলো, নাম- রনি আহম্মেদ (২৮), পিতা-মোঃ আকিজ উদ্দিন, মাতা-রিনা পারভীন, সাং-বেড়ী, পোষ্ট-যাদবপুর, থানা-শার্শা, জেলা-যশোর।
এ সংক্রান্তে ঝিকরগাছা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন