বগুড়ায় ৮টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করলো বিএসটিআই

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) জেলা অফিস বগুড়া এর উদ্দোগে সসম্প্রতি সোনাতলা ও শারিয়াকান্দি উপজেলায় একটি সারভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনা কালে জানা যায়, বিএসটিআইয়ের গুনগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার (বোতল পানি), মশার কয়েল ( ব্রান্ডঃ – রয়েল পাওয়ার ও রয়েল টাইগার), বিস্কুট, পাউরুটি, কেক,চানাচুর, বিক্রি – বিতরণ করায় মোড়কে বিএসটিআইয়ের স্ট্যানডার্ড সংবলিত লোগো ব্যবহার করায়, মেসার্স ছালেক ফুড প্রডাক্টস,গড়ফতেপুর সোনাতলা,বগুড়া, মেসার্স আলভী কেমিক্যাল গড়চৈতন্যপুর, সোনাতলা, বগুড়া, এবং তৃষা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি বালুহাট সোনাতলা, বগুড়া এর বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন – ২০১৮ এর ২১ ও ১৫(১)ধরা মোতাবেক নিয়মিত মামলা দায়ের কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়া গুনগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ফার্মেন্টেড মিল্ক( দই), বিস্কুট, পাউরুটি, ও কেক বিক্রি ও বিতরন করায়, মেসার্স ঐতিহ্য – আভিজাত্য ফুড প্রডাক্টস, নিউ সোনাতলা, শারিয়াকান্দি বগুড়া, মেসার্স বাঙালী ফুড প্রডাক্টস, ডোমার কান্দি, শারিয়াকান্দি বগুড়া, এবং মেসার্স আশিক বেকারী, রেলগেট, সোনাতলা বগুড়া এর বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন -২০১৮ এর ২১ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়ের কার্যক্রম গ্রহণ করা হয়।
সারভিল্যান্স অভিযান পরিচালনা ও বাদী হিসেবে মামলা দায়ের কার্যক্রম গ্রহণ করেন বিএসটিআই জেলা অফিস বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সি এম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। প্রকৌশলী জুনায়েদ আহমেদ আজকের দেশকে বলেন জনস্বার্থে বিএসটিআই এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন