টেকনাফে ৬০হাজার পিস ইয়াবাসহ আটক ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ১ জন আসামী সহ ১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা মূল্যমানের ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

মঙ্গলবার ৫ অক্টোবর বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ১ জন আসামীসহ ১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা মূল্যমানের ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অধীনস্থ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণে জাদিমোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে একটি বাড়ীতে ইয়াবা ট্যাবলেট লুকায়িত রয়েছে।

উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ৫ অক্টোবর ৩ টায় টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল দ্রুত উল্লেখিত এলাকায় গিয়ে মোঃ করিম (২৭) এর বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার তথ্যের ভিত্তিতে ঘরের ফলস সিলিং এর উপরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা মূল্যমানের ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও উক্ত আসামীর ঘরের খাটের নিচ হতে ১টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

আটককৃত আসামী হলো- (১) মোঃ করিম (২৭), পিতা- মৃত সুলতান আহম্মেদ, মাতা-মোছাঃ কায়শা বিবি (৭০), গ্রাম-জাদিমোড়া, পোষ্ট-নয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার।

আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।