নিজস্ব প্রতিনিধি : বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিশোরগঞ্জ থানা নীলফামারী এলাকার প্রত্যন্ত জায়গাগুলোতে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে পুলিশ।
শনিবার ৯ অক্টোবর কিশোরগঞ্জ থানা এলাকার বিট নং-০৩ নিতাই ইউনিয়নের বেলতলী উচ্চ বিদ্যালয়, পানিয়ালপুকুর মিস্কড সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানিয়ালপুকুর কাছারি হাট বাইতুল উলুম এতিমখানা মাদ্রাসা, কাছারি ডাঙ্গাপাড়া, নিতাই পাড়া ও কোরানি পাড়া
এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এসআই জনাব হাফিজুর রহমানের নেতৃত্বে মাদক,জুয়া, নারী-নির্যাতন, ধর্ষণ বিরোধী, আত্মহত্যা বিরোধী, বাল্যবিবাহ,জাতীয় জরুরী সেবা ৯৯৯ সেবা সংক্রান্ত, উগ্রবাদ,করোনা সংক্রমণ প্রতিরোধে, কমিউনিটি পুলিশিং এঁর ধারাবাহিকতায় শ্রমজীবী মানুষদের মাঝে জনসচেতনতায় বিট পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিশোরগঞ্জ থানা পুলিশ।