শরীয়তপুরে যুব উদ্যোক্তা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : রবিবার ১০ অক্টোবর শরীয়তপুর পৌরসভা অডাটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুরে যুব উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জেলার অংশীজনদের নিয়ে কর্মপন্থা নির্ধারণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম এনামুল হক শামীম, এমপি, উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে মূল প্রবদ্ধ উপস্থাপক ছিলেন, মোঃ আখতার হোসেন, সিনিয়র সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নাহিম রাজ্জার, সংসদ সদস্য, শরীয়তপুর-৩, মোঃ আজহারুল ইসলাম খান, মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছবেদুর রহমান খোকা শিকদার, চেয়ারম্যান, জেলা পরিষদ, শরীয়তপুর ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, শরীয়তপুর জেলা শাখা, মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, অনল কুমার দে, সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, মোঃ পারভেজ রহমান, মেয়র, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।