বিশেষ প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, আসন্ন শেখ রাসেল দিবাসের বৃহত্তর পালনের অংশ হিসেবে, ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার, ১৬ অক্টোবর দিনব্যাপী শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, এমপি।
পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শেদ এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড .এ কে আব্দুল মোমেন মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন। পররাষ্ট্র দফতরের বাস্তব কাজের সঙ্গে তার অসাধারণ মিলের কথা উল্লেখ করে তরুণ কর্মকর্তাদের দাবায় আগ্রহ নিতে উৎসাহিত করার সময় তিনি খেলার সাথে তার নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন।
পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনও কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের ওপর জোর দেন। ফেডারেশনকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আশা করেছিলেন যে ফেডারেশন ভবিষ্যতেও একই সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মন্ত্রণালয়ের এধরনের যে কোন উদ্যোগকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শেদ তার বক্তব্যে একজন পেশাদার দাবা খেলোয়াড় হিসেবে তার প্রথম অফিসিয়াল ইউরোপ সফরের স্মৃতি স্মরণ করেন এবং মন্ত্রনালয়কে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য মন্ত্রণালয়ের প্রশংসাও করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অধিবেশনের পর পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শেদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং DCAB- এর সদস্যরা উপস্থিত ছিলেন।