দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সিআইডি প্রধানের সাথে সাক্ষাৎ

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ এর সাথে দক্ষিণ কোরিয়ার সুসম্পর্কের ধারাবাহিকতায় ইতিপূর্বে KOICA অর্থায়নে সিআইডি’র সাইবার ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠিতি হয়।


বিজ্ঞাপন

এই ধারাবাহিকতায় KOICA কর্তৃক ২য় প্রকল্প Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police চলমান রয়েছে।


বিজ্ঞাপন

সোমবার ২৫ অক্টোবর, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার হাইকমিশনার H.E Mr. LEE jang-keun ও প্রতিনিধিগণ সিআইডি সদর দপ্তরে সিআইডি’র প্রধান ব্যারিষ্টার মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তাঁরা সিআইডি ফরেনসিক ল্যাব, ডিএনএ ল্যাব, আফিস ও ফটোগ্রাফি ল্যাব পরিদর্শন করেন।