বগুড়ায় গ্রামীন অবকাঠামো উন্নয়নের অর্থ আত্মসাত

অপরাধ

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৫ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে


বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদক : উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়া-এর বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামাে রক্ষণাবেক্ষণ (কাবিটা ও টিআর) প্রকল্পের উন্নয়নখাতে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বগুড়া-এর উপসহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান-এর নেতৃত্বে গত ২২ অক্টোবর একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।


বিজ্ঞাপন

দুদক টিম দৈবচয়নের ভিত্তিতে কিছু প্রজেক্ট সরেজমিনে পরিদর্শন করে এবং নিয়ম অনুয়ায়ী কাজ হয়েছে তা যাচাই-বাছাই করে।

সম্পূর্ণভাবে নিশ্চিত হতে বিশেষজ্ঞ দ্বারা পরিমাপের প্রয়োজন, তবে উন্নয়নকাজ হয়েছে এবং তা দৃশ্যমান রয়েছে।

দুদক টিম অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তর হতে এ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সংগ্রহ ও পরীক্ষা করেছে।

উক্ত অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ বিস্তারিত যাচাইপূর্বক কমিশন বরাবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৪ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।