নড়াইলে ইউপি নির্বাচনে পুলিশ সুপারের মতবিনিময়

অপরাধ

মো. রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইল সদর উপজেলায় ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

সম্প্রতি জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে-এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়! সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) নড়াইল।


বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম,নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ,শওকত কবীর, জেলা বিশেষ শাখা ডিআই ও(১), মীর শরিফুল ইসলাম, ওসি (ডিবি) সুকান্ত কুমার সাহা, নড়াইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীবৃন্দ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন নির্বাচনে কোন প্রকার সহিংসতা ঘটানোর চেষ্টা করলে অবশ্যই তাকে

আইনের আওতায় আনা হবে। কোন প্রকার বিশৃংখলা ঘাঁটানোর চেষ্টা করলে পুরিশ কঠোর হস্তে তা দমন করবে।
এ জন্য সকলকে সজাগ থেকে পুলিশকে সত্য তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরো বলেন সবাই আন্তরিক ভাবে সহযোগিতা করলে অবশ্যই ভোট শান্তিপূর্ণ হবে।