টাংগাইল সখিপুরে কাঁচা রাস্তা পাকা করণে নিম্নমানের সামগ্রী ব্যবহার

অপরাধ

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে বুধবার ৩ নভেম্বর ৭টি অভিযোগের বিষয়ে ১টি অভিযান, ৬ টি দপ্তরে পত্র প্রেরণ করাসহ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার বানিয়ারসিট বাজার থেকে দেবরাজ পর্যন্ত সড়কের এক কিলোমিটার কাঁচা সড়ক পাকা করণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক নিম্নমনের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল-এর এনফোর্সমেন্ট টিম।

দুদক টিম সরেজমিনে উক্ত সড়ক পরিদর্শন করে এবং অভিযোগকারী সহ আশেপাশে লোকজনের বক্তব্য গ্রহণ করে। এ সময় রাস্তার বিভিন্ন অংশের পুরুত্ব পরীক্ষা করা হয়েছে।

টিম এ প্রসঙ্গে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর সাথে বিস্তারিত আলোচনা করে এবং প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেছে।

অভিযানকালে দুদক টিম জানতে পারে, প্রকল্পের কাজ চলাকালে ঠিকাদার সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হওয়ায় কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল কিন্তু পরবর্তীতে ঠিকাদার সম্পূর্ণ কাজ শেষ করে।

অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৬ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।