রংপুরে চোলাই মদসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শনিবার ৬ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) সবিন চন্দ্র মাহাতো এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আরপিএমপি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে কোতয়ালী থানাধীন ২৫ নং ওয়ার্ডস্থ জিএল রায় রোড, কামাল কাছনা, বৈরাগির পাড়া মোড়, তাজুল স্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৬ লিটার চোলাই মদ, মূল্য- অনুমান ৪৮০০ টাকা এবং একটি পুরাতন পায়ে চালিত তিন চাকা বিশিষ্ট রিক্সা, যাহার মূল্য- অনুমান ৫০০০ টাকা সর্বমোট মূল্য- ৯৮০০ টাকা উদ্ধারসহ আসামী মোঃ রফিকুল ইসলাম অপু (৪৩), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- মৃত অমিছা খাতুন, সাং- চেংপাড়া (মুজাহিদ পাড়া), ৬ নং অমর মসজিদ ইউপি, থানা- রাজারহাট, এপি- বাবুপাড়া (সাজাপুর), ওয়ার্ড নং- ২৮, থানা- তাজহাট, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন