সিলেটে অবৈধভাবে অনুপ্রবেশকারী নেপালী ২ নাগরিক আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ৫ নভেম্বর রাত অনুমান ৭টায় ৪০মিনিটে সময় ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার সিয়েরা-২ এর অফিসার এএসআই(নিঃ)/মোঃ রহিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আম্বরখানা ডিঙ্গি রেষ্টেুরেন্টের সামনে বিদেশী নাগরিক ২ (দুই) জনকে আটক করেন।


বিজ্ঞাপন

তারপর ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন হওয়ায় আম্বরখানা পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ-এসআই(নিঃ)/মোঃ মফিজুর রহমান, এসআই(নিঃ) নিলয় কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হতে বিদেশী ২ (দুই) জন নাগরিককে পেয়ে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে তারা JAYA BAHADUR KAMI (48),Father`s Name PRADHAN BAHADUR,Dist:BHOJPUR,R.M.AAMCHOK WARD NO-4, Country-NEPAL, & SHAAN BAHADUR(10),Father`s Name -JAYA BAHADUR KAMI,Dist:BHOJPUR,R.M AAMCHOK,WARD,NO-4,Country-NEPAL নাম ঠিকানা প্রকাশ করে।

ঘটনাস্থলে অবস্থান বা আসার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা নেপালী নাগরিক, কাজের সন্ধানে অজ্ঞাতনামা ভারতীয় নাগরিকের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বড়ছড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে বর্নিত পিতা পুত্র ২ (দুই) জন অবৈধভাবে গত ৩ নভেম্বর বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং শনিবার ৬ নভেম্বর বড়ছড়া হতে তামাবিল সীমানা দিয়ে গোয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে সিলেটে এসেছেন মর্মে স্বীকার করে।

ঐসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে JAYA BAHADUR KAMI এর পরিহিত নীল রংয়ের জিন্স প্যান্টের পকেট হতে নিজ হাতে বাহির করে দেওয়ামতে তার নাগরিকতকত্ত্ব সনদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ভারত হতে বাংলাদেশের বড়ছড়ায় অনুপ্রবেশ এর সময় JAYA BAHADUR KAMI দুই পায়ে আঘাত প্রাপ্ত হওয়ায় এবং২ (দুই) জনই শারীরিকভাবে অসুস্থ থাকায় তাদেরকে চিকিৎসার জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নেপালী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।