নিজস্ব প্রতিবেদক : টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) তিন নম্বর এজেন্ডায় সুস্বাস্থ্য ও কল্যাণের কথা বিশেষভাবে বলা হয়েছে।
মানসিক স্বাস্থ্য বাদ দিয়ে আমরা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করতে পারব না। মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
এ ক্ষেত্রে তিনি বড় বড় হাসপাতাল তৈরির পরিবর্তে বিদ্যমান বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের সামর্থ্যের মধ্যে চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়নের ওপর জোর দেন।
প্রধানমন্ত্রীর ইচ্ছের প্রতিফলন হিসেবে সরকার পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের একটি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করার ব্যাপারে পরিচালিত ফিজিবিলিটি স্টাডির উপর রবিবার ৭ নভেম্বর একটি কর্মশালা অনুষ্ঠিত হয় স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর।