ওজনে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী রবিবার ৭ নভেম্বর ১ পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।


বিজ্ঞাপন

ঢাকা মহানগরীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

রবিবার ৭ নভেম্বর ঢাকা মহানগরীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স রহমান এন্ড কোং নামক প্রতিষ্ঠানটি জ্বালানি তেল বিক্রয়ের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়ে ভোক্তাকে পরিমাপে কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন এবং পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন।