চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-৭ চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাবার বাগান এলাকা হতে ১ টি অত্যাধুনিক একে রাইফেল, ১ টি এলজি এবং ৮ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ৭ নভেম্বর ১১ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ১ টি একে রাইফেল, ১ টি এলজি এবং ৮ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আসামী সৈয়দ হোসেন প্রকাশ ফারুক (৩০), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-চারাবটতল, থানা-রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম বলে জানা যায়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যেই অস্ত্র মজুদ করেছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।