যশোর জেলা পুলিশের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

অপরাধ

সুমন হোসেন : বৃহস্পতিবার ২৫ নভেম্বর বিকাল ২ টায় যশোর পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিতে এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কমসূচির অংশ হিসাবে অত্র জেলায় ৩৫ জন পুলিশ সদস্যদের নিয়ে (নায়েক ও কনস্টেবল), গত ২০ নভেম্বর থেকে চলতে থাকা প্রশিক্ষণ কমসূচির কোর্স সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশক্রমে উক্ত কোর্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), যশোর ও উক্ত কোর্সের জেলা ফোকাল পয়েন্ট কর্মকর্তা।

পরবর্তীতে কোর্স ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কোর্স প্রশিক্ষনার্থীবৃন্দ, প্রশিক্ষকগণ সহ জেলা পুলিশ যশোরের অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যগণ।