সকলের সহযোগীতায় আলোকিত হতে পারে জীবনের জীবন
নিজস্ব প্রতিনিধি : মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,আপনাদের একটু সহযোগীতায় বেচে যাবে অসহায় মা-বাবার এক মাত্র অবলম্বন,শিশু জীবনের প্রান।জীবনের জন্মগত হার্ড সিদ্র জীবন বাঁচাতে পারে সকল বিত্তবাণদের সহয়োগীতায়,বাঁচতে পারে শিশু জীবনের জীবন।সকলের সহযোগীতায় জীবনকে বাঁচাতে বার বার ইন্ডিয়াতে নিয়ে অপরেশন করা হয়েছে,একটু সুস্থ্য হলেও আবারও থমকে যেতে বসেছে শিশু জীবনের জীবন প্রদীপ,জীবনের জীবন প্রদীপ নিভে যাওয়ার আশংখা রয়েছে।জীবনের বয়স মাত্র ১২ বছর,জন্মগত ভাবেই জীবনের হার্ড সিদ্র।চা-দোকানী অসহায় বাবা মো:লিটন মোল্যা,এপর্যন্ত ৩ বার ওপেনহার্ড সার্জারী অপারেশন করিয়েছেন,ইন্ডিয়ার ব্যাঙ্গালরের ড:দেবীশেষ্ঠী,নারায়না হারুপিয়ালা হসপিটালে।
অসহায় মা-বাবার প্রতিটিক্ষণ কাটছে দুশ্চিন্তায়,যে বয়াসে হাটি-হাটি পা-পা করে বেড়ে ওঠার কথা কিন্তু জীবন মৃত্যুর ভয়ে প্রতিটা সময় পার করছে।এমন দৃশ্য দেখে কোন বাবা-মা বোসে থাকতে পারেনা ইতি মদ্ধে অনেকে জীবন কে বাঁচাতে সাহাজ্য করেছেন সেই সব অর্থ দিয়ে জীবনকে নিয়ে ইন্ডিয়ার ব্যাঙ্গালরে ওপেনহার্ড সার্জারী অপারেশন করিয়েছেন।বর্তমানে জীবন কে সুস্থ্য করতে ১ লাখ ৬০ হাজার টাকা প্রয়োজন বলে জানান,ইন্ডিয়ার ড:দেবীশেষ্ঠী।আবারও জীবনের হার্ডে ইনফেকশন করেছে,দ্রুত জীবনের অপারেশন না করালে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেও জানান,ড:দেবীশেষ্ঠী এমন অবস্থায় জীবনের অসহায় চা-দোকানী বাবা মো:লিটন মোল্য নড়াইল সহ দেশের সকল বিত্তবাণদের কাছে তার অবুঝ শিশু ছেলে জীবনের জীবন বাঁচাতে আকুল আবেদন করেন এবং জীবনের জীবন বাচাতেঁ এগিয়ে আসতে আহব্বান জানান।সরাসরি যোগাযোগ করুন-
রুগী শিশু রহমানুল ইসলাম জীবন।পিতা,মো:লিটন মোল্যা,নড়াইল গ্রাম,(পুলিশ লাইন মোড়)নড়াইর সদর নড়াইল,মোবা-01304893162