অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

সারাদেশ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী : আবাসন (বীর নিবাস) প্রকল্পের আওতায় সোমবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া ও ফুলবাড়িয়া গ্রামের অস্বচ্ছল দুই জন বীর মুক্তিযোদ্ধার আবাসন (বীর নিবাস) নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। । এ সময় উপস্থিত ছিলেন ইউএনও উপমা ফারিসা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোফাজ্জল হোসেন ,সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জামালপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,ময়মনসিংহ বিভাগীয় উপ সহকারী প্রকৌশলী আকতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক আবুল হোসেন,বীর নিবাস নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান শাকিল এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর রাজু আহমেদ সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, অত্র উপজেলার ৮ টি ইউনিয়নে ১ম দফায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার আবাসন (বীর নিবাস) নির্মাণের জন্য সরকারিভাবে ১ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে।


বিজ্ঞাপন