মন চাইছে আত্মহত্যা করি : মোস্তাফা জব্বার

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের এমন একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে এই স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানা ধরনের মন্তব্য শুরু করেন। এর বেশির ভাগই ইতিবাচক।
মন্ত্রী তা দেখে আবার উত্তরও লিখেছেন, ‘আপনারা অনেকেই আমার দুর্দশায় সংহতি প্রকাশ করেছেন। ধন্যবাদ। কেউ কেউ হা হা করেছেন- তাহারা ‘কাহার জন্ম নির্ণয় না জানি’। সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোনো পরিবর্তন ছাড়াই টাকা দেওয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে আর কখনও এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোনো বিভ্রান্তি হবে না।’
শেখ মোহাম্মদ মহিউদ্দীন নামে একজন লিখেছেন, ‘মন্ত্রীদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কী হবে স্যার?’


বিজ্ঞাপন