ইউনিসেফ আয়োজিত মীনা মিডিয়া এওয়ার্ডের বিচারক থাকছেন জারা

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ইউনিসেফ আয়োজিত এবারের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসে বিচারক হিসেবে জারা থাকছেন তারা হলেন, টেক্সটভিত্তিক প্রতিবেদনের জন্য, পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক সেলিনা হোসেন, বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষক শাহনুর ওয়াহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন।


বিজ্ঞাপন

ফটোগ্রাফির জন্য, রয়টার্স- এর ভিডিও সাংবাদিক রফিকুর রহমান, এক্টিভিস্ট ও পুরস্কার বিজয়ী আলোকচিত্রী জান্নাতুল মাওয়া এবং পুরস্কার বিজয়ী আলোকচিত্রী আবু নাসের।


বিজ্ঞাপন

ভিডিওর জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস, প্রবীণ সম্প্রচার সাংবাদিক মিথিলা ফারজানা এবং রয়টার্স- এর চিফ করেস্পন্ডেন্ট রুমা পল।

কারা হতে যাচ্ছে এবারের বিজয়ী? জানতে আমাদের পেইজে চোখ রাখুন ২০ ডিসেম্বর, ঠিক দুপুর ৩ টায়।