বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক ২৫ টি স্বর্ণের গহনা সহ ১জন পাচারকারী আটক

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ( সাতক্ষীরা) ঃ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানী এর নেতৃত্বে একটি টহলদল গতকাল শুক্রবার ৩১ ডিসেম্বর, ৭ টা ৫০ মিনিটে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাংগা বিওপির সামনে বটতলা নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনাকালে টহলদল যানবাহন তল্লাশী করে ২২,৮২,১২৫ টাকা মুল্যের ৩৬৫ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের গহনা (নেকলেস) এবং ২,০০,০০০ টাকা মূল্যের ১টি মোটরসাইকেলসহ স্বর্ণ পাচারকারী মোঃ হুমায়ূন কবীর (৪০), পিতাঃ মোঃ আব্দুল গফুর, গ্রাম-গাড়াখালী, পোষ্ট-কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করে। আটককৃত মালামালের মুল্য ২৪,৮২,১২৫ টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করা এবং স্বর্ণের গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।