সারদায় পুলিশ একাডেমীতে পুনাকের কার্যালয় ও শো রুম উদ্বোধন করলেন জীশান মীর্জা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা রবিবার ২ জানুয়ারি, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে পুনাকের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় পুনাকের স্থানীয় নেতৃবৃন্দ সভানেত্রীর সাথে ছিলেন।


বিজ্ঞাপন

পরে একাডেমীর এক নম্বর গেইটে পুনাকের নতুন শো রুম উদ্বোধন করেন। তিনি শো রুমে রাখা বিভিন্ন ধরনের পণ্য পরিদর্শন এবং পছন্দের পণ্য ক্রয় করেন।


বিজ্ঞাপন

সভানেত্রী পুনাক কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি সেলাই প্রশিক্ষণ এবং পুনাকের অন্যান্য কার্যক্রমও পরিদর্শন করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশ পুলিশ একাডেমীতে পুনাকের কোন কার্যালয় এবং শো রুম ছিল না। বর্তমান সভানেত্রীর উদ্যোগেই সারদায় পুনাকের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা হলো।