নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি মি. শেলডন ইয়েট চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম সফরের শেষ দিনে রাঙ্গামাটি সদর হাসপাতালের নতুন স্পেশাল কেয়ার নবজাতক ইউনিট ও অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করেন।
এরপর তিনি পুরাতন মির্জা পাড়ার পাহাড়ি এলাকার জনগণের সাথে পানি ও সাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে আলাপ করেন ও টঙ্কাবতী ইউনিয়নের পাড়া কেন্দ্রে শিশু-কিশোরদের সাথে সময় কাটান।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
এই এলাকাটি অত্যন্ত দূরবর্তী হওয়ায়, সমস্ত মৌলিক পরিষেবা সেখানে খুবই সীমিত। তবুও পুরাতন মির্জা পাড়ার পরিবারগুলো ইউনিসেফকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং তাদের অভিজ্ঞতা ও জীবন-যাপন সম্পর্কে খুলে বলে।