নিজস্ব প্রতিবেদক ঃ “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে ৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২২ বৃহস্পতিবার ২৭ জানুয়ারি, রাতে শেষ হয়েছে।
পুলিশ সপ্তাহ ২০২২ এর সমাপনী অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন।
বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ ঢাকায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সপ্তাহ ২০২২ গত ২৩ জানুয়ারি বর্ণাঢ্য বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন।
তিনি পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্টের দৃষ্টিনন্দন ও সুশৃঙ্খল প্যারেডে অভিবাদন গ্রহণ করেন।
পুলিশ সপ্তাহের বিভিন্ন অধিবেশনের মধ্যে উল্লেখযোগ্য হলো, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্য মহামান্য রাষ্ট্রপতির ভাষণ, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণর মতবিনিময়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন, প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় ইত্যাদি।
করোনা মহামারী সংক্রমণ রোধে পুলিশ সপ্তাহ ২০২২ আয়োজন সংক্ষিপ্ত করা হলেও প্রতিটি অধিবেশন ও অনুষ্ঠান অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন করায় প্রতিটি পুলিশ সদস্য উজ্জীবিত এবং প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ প্রতিপালনপূর্বক পুলিশ সপ্তাহের প্রতিটি অধিবেশন যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।