বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তৃক ৪৯৫ গ্রাম স্বর্ণের গহণা উদ্ধার

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তৃক ৪৯৫ গ্রাম (৪২.৪৪ ভরি) ওজনের উন্নতমানের স্বর্ণের গহনা আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

শনিবার ২৯ জানুয়ারি, সকালে
বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় স্বর্ণ চোরাকারবারী কর্তৃক দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর জোড়া ব্রিজ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে স্বর্ণ পাচার করা হচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান, পিবিজিএম, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আনুমানিক ১১ টার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তের মেইন পিলার ৮০ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর জোড়া ব্রিজ এর ২০০ গজ উত্তর পার্শ্বে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বর্ণিত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৪৯৫ গ্রাম (৪২.৪৪ ভরি) ওজনের উন্নতমানের স্বর্ণের গহনা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য- ৩১,৮৩,০০০ (একত্রিশ লক্ষ তিরাশি হাজার) টাকা।

এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত স্বর্ণের গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।