নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার ১ ফেব্রুয়ারি, ৫ টা ১০ মিনিটের সময় পুলিশ সুপার নোয়াখালী মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায়, সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম এসআই(নিঃ) তানভীরুল হক চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে বেগমগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান(২০), পিতা-মৃত আব্দুর শুক্কর, মাতা-নুর আয়েশা বেগম, সাং-জাদিমুড়া(ইউনুছের বাড়ী), ০৯নং ওয়ার্ড, ০২নং হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার,বর্তমানে বাস্তুপাড়া হিন্দুর ভাড়া বাসা, খেচ্চর ৩নং গলি, ৩৫নং ওয়ার্ড থানা-বাকুলিয়া, জেলা-চট্টগ্রাম, আবুল হাসেম(৫৫), পিতা-বদিউর জামান, মাতা-মমতাজ বেগম, সাং-হাসন্দি (ফাতেমা ব্যাপারী বাড়ী), ০৪নং ওয়ার্ড, ০১নং উত্তর আমছাদী ইউপি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমানে বাস্তুপাড়া, খেচ্চর ৩নং গলি, ৩৫নং ওয়ার্ড থানা-বাকুলিয়া, জেলা-চট্টগ্রাম, এবং রুপা প্রঃ মনি (২৪), পিতা-শামছুল আলম, মাতা-মৃত খতিজা বেগম, সাং-জাইলা পাড়া(পূর্ব, আলিয়া বড়দে্ইল টেব্বর বাড়ী) ০৬নং ওয়ার্ড, শান্তিপাড়া ইউপি, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে আগ্রাবাদ, পশ্চিম মাতার বাড়ী, জুবেদা মসজিদের পিছনে, চট্টগ্রামদেরকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার চৌরাস্তার ০৪নং ওয়ার্ডস্থ রাজমহল রেস্তোরা এন্ড সুইটস এর ভিতর ভিআইপি বাংলার ভিতর হইতে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন