কেএমপির কমিশনার কর্তৃক ভালো কাজের জন্য পুরস্কার প্রদান

অন্যান্য এইমাত্র

মামুন মোল্লা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক হরিণটানা থানা কর্তৃক ১ টি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজসহ ১ জন আসামী গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ পুরস্কার প্রদান করেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

শনিবার ১২ ফেব্রুয়ারি, দুপুর ৩ টা ৪০ মিনিটের সময় কেএমপি’র পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা হরিণটানা থানা কর্তৃক গত ১০ ফেব্রুয়ারি, ৭ টা ৫০ মিনিটের সময় হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ সাতক্ষীরা রোড চেকপোস্ট করাকালীন জনৈক কাশেমের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী জয়ন্ত সরকারের হেফাজত হতে ১ টি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধারের স্বীকৃতি স্বরূপ অফিসার ইনচার্জ (হরিণটানা থানা) মোঃ এমদাদুল হক; হরিণটানা থানার এসআই (নিঃ) মিলন কুমার মৈত্র এবং কনস্টেবল মোঃ সবুর মুন্সি; কনস্টেবল জিএম মানিক মিয়া’কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম-বিপিএম সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম-পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।