নিজস্ব প্রতিবেদক ঃ শনিবার ১৯ মার্চ রাজধানীর উত্তরা সেক্টর-৭ এর রবীন্দ্র সরণির পশ্চিমের শেষ প্রান্ত বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ এর শুভ উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো: আতিকুল ইসলাম।
“শিশু-কিশোরদের জন্য সুস্থ্য, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উত্তরা এলাকার শিশু-কিশোরদের মুক্ত চলাচল, আড্ডা, গল্প, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য এই মুক্তমঞ্চটির প্রয়োজন অনুধাবন করেই এটি নির্মাণ করা হয়েছে” মেয়র মোঃ আতিকুল ইসলাম।