কৃষক লাঞ্চিতের সংবাদ প্রচার করায় সাংবাদিকসহ ৫ জনের নামে নড়াইলে মামলা,প্রতিবাদে মানববন্ধন

Uncategorized আন্তর্জাতিক খুলনা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে কৃষক লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ “নড়াইলকণ্ঠ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫ জনের নামে মিথ্যা ও হয়রানি মুলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নড়াইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, নড়াইলকণ্ঠ” পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মলয় কান্তি নন্দি, সাইফুল ইসলাম তুহিন, সাথী তালুকদার, লোহাগড়ার সাংবাদিক রেজাউল করিম, কাজী আশরাফ, কালিয়ার সাংবাদিক ওমর ফারুক তুশার প্রমূখ।এসময় বক্তরা বলেন, সার কিনতে গিয়ে শারীরিক লাঞ্চনার স্বিকার কৃষক আলী মোহাম্মদ মন্ডল আবার তাকেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামী করা হয়েছে। আর এসব সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকের নামেও মামলা দায়ের করা হয়েছে, যা দুঃখজনক।বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কৃষক আলী আহম্দে সার কিনতে আসেন রূপগঞ্জ বাজারের সার ডিলার মোঃ হাসানুজ্জামানের ঘরে। সেখানে ওই সার ডিলারের ম্যানেজার সার বিক্রির জন্য অতিরিক্ত টাকা দাবি করলে ওই কৃষক মেমো দিতে বলেন। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে কৃষক আলী আহম্মেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।বিষয়টি নিয়ে নিউজ করায় ডিলার হাসানুজ্জামান সাংবাদিক কাজী হাফিজুর রহমান, কৃষক আলী আহম্মদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্তসহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ও চাঁদাবাজীর মামলা করেছে। যা অত্যান্ত দু:খজনক ও নিন্দীয় কাজ। কৃষকরা কখনো চাঁদার জন্য যায় না। তাঁরা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শরীরের ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করে। আর আমরা আরাম-আয়েশ করে কৃষকের সেই উৎপাদিত ফসল ভোগ করি।বক্তারা আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আওয়ীলীগের ভাবমূর্তি ক্ষন্ন করতে হাসানুজ্জামান সরকারের ভাবমূতি নষ্ট করছে। এর আগেও হাসানুজ্জামানের বিরুদ্ধে সার কেলেংকারীর ঘটনা রয়েছে।অবিলম্বে অভিযুক্ত সার ডিলার হাসানুজ্জামানের সার ডিলার বাতিল, কৃষক ও সাংবাদিকদের নামে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামীতে সারাদেশে ব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন বক্তরা।বক্তরা অবিলম্বে সাংবাদিদের হয়রানি কারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান।


বিজ্ঞাপন