আশুলিয়া র‍্যাব- ৪ এর অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার সহ ৪ জন সন্ত্রাসী গ্রেফতার

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিবেদক ঃ গত ২ এপ্রিল, বেলা ১টা ৩০ মিনিটের সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকায় জনৈক ভুক্তভোগীর অফিসে মোঃ বাহাদুর মৃধা (২৭) ও মোঃ রনি ভূইয়া (২৪)সহ তদের সঙ্গীয় অন্যান্য সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র ছাড়াও দেশী অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে ব্যাপক ভাংচুর ও মারপিটসহ লুটপাট করে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী গত ৩ এপ্রিল, মোঃ বাহাদুর মৃধা (২৭), মোঃ রনি ভূইয়া (২৪)সহ অন্যান্য সহযোগীদেরকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে র‍্যাব-৪ এর ছায়া তদন্তে উক্ত ঘটনায় বর্ণিত অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ এবং ভিডিও ফুটেজে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমান পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল, রাত ১ টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে , ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ১ টি লোহার পাইপ, ৪ টি পাসপোর্ট ও ১১ টি মোবাইলসহ নিম্নোক্ত ৪ জন এজাহারনামীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতার কৃত রা যথাক্রমে, মোঃ রনি ভূইয়া (২০), জেলা-ঢাকা, মোঃ বাহদুর মৃধা (২৭), জেলা-ঢাকা, তালুকদার মাহমুদুল হাসান (৩২), জেলা-ঢাকা এবং তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২), জেলা-ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় হুমকি, চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সাভার ও আশুলিয়া থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে চাদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ সহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদের এলাকায় ৮-১০ জনের সদস্য নিয়ে একটি স্বশস্ত্র ক্যাডার বাহিনী রয়েছে। সাধারণ মানুষের সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা, জুয়ার কারবার প্রভৃতি অপরাধের সাথে তারা জড়িত।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন