ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে ভিডিও কনফারেন্সেে মার্চ-২২ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১৮ এপ্রিল সকাল ১১ টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্চ-২২ মাসের মাসিক-অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মার্চ- ২২ মাসের “শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে প্রথম স্থান অধিকারী গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম কে পুরস্কৃত করা হয়।

এছাড়া শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল সানজিদা আফরিন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান, শ্রেষ্ঠ এসআই মোঃ কামাল হোসেন কালীগঞ্জ থানা, ও শ্রেষ্ঠ এসআই মোঃ শহিদুল ইসলাম মোল্লা, ( বিপিএম), জেলা গোয়েন্দা শাখা গাজীপুর, ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এ এসআই মোঃ নুরে আলম সিদ্দিকী শ্রীপুর থানা গাজীপুর জেলা, মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে এসআই মোঃ কামাল হোসেন জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী হিসেবে এসআই মোঃ শফিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা গাজীপুর সহ শ্রেষ্ঠ এ এসআই মোঃ শহিদুল ইসলাম, বালিয়াকান্দি থানা, রাজবাড়ী জেলা- দেরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর পক্ষে অতিরিক্ত ডিআইজি) প্রশাসন ও অর্থ) জিহাদুল কবির, বিপিএম,পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিনি গত মার্চ-২২ মাসে ঢাকা রেঞ্জে সংঘটিত বিভিন্ন অপরাধ সমূহ পর্যালোচনা করেন এবং সকল ইউনিট প্রধানদেরকে সমসাময়িক অপরাধ নিয়ন্ত্রণে আরো তৎপর থাকার নির্দেশ প্রদান করেন। ঢাকা রেঞ্জের সকল ঊর্ধ্বতন অফিসারগণ উক্ত সভায় উপস্থিত করেন।


বিজ্ঞাপন