রাজধানীর বনানী এলাকায় বিএসটিআই কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ২১ এপ্রিল রাজধানীর বনানী থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন( বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় বাংলাদেশ এক্সপ্রেস কোম্পানি লিমিটেড (ফেডএক্স), ১৮, কামাল আতার্তুক এভিনিউ, বনানী, ঢাকা-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ( বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (ডিএমআই),বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।