মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালনা ও জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

  1. নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শনিবার ২৩ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালি ও পৌরমার্কেট এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

    এস এম আমিন স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং জর্দার রং নামে বিক্রি করা হচ্ছে।

    দোকান টিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। প্রয়োজন স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছে। দোকান টিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।