নিজস্ব প্রতিনিধি ঃ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার ৩ মে, ঈদুল ফিতর উদযাপিত হবে।
এ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) সোমবার ২ মে, দুপুর সাড়ে ১২টার সময় জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং উক্ত ঈদগাহে ঈদের জামাতের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ঈদ জামাতের জন্য প্রদত্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন।
