কবিগুরুর ১৬১ তম জন্মবার্ষিকীতে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক ঃ কবিগুরুর ১৬১ তম জন্মবার্ষিকীতে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের ।

সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর/ আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর/ কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে/ অরূপ, তোমার রূপের লীলায় জাগে হৃদয়-পুরু/ আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর।

বাংলা সাহিত্যের প্রতিটি পরতে পরতে এমনি রস মিশিয়ে এই সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।যাঁর লেখা, দর্শন, চিন্তা, চেতনা তথা বহুমাত্রিক আলোকচ্ছটায়, ঔজ্জ্বল্য ও মহিমায় বাঙালি জাতিসত্তা হয়েছে মহিমান্বিত ও গৌরবান্বিত। আজ এদিনে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। কবিগুরুর ১৬১ তম জন্মবার্ষিকীতে ঢাকা রেঞ্জের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।


বিজ্ঞাপন