বিক্ষোভ সমাবেশ না করেই ক্ষোভ প্রকাশ করে নড়াইল ছাড়লেন,বিএনপি’র সাবেক এমপি শিরিন সুলতানা

Uncategorized অন্যান্য


মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশে আসেন,বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শিরিন সুলতানা।শিরিন সুলতানা সাংবাদিক মো:রফিকুল ইসলামকে ক্ষোভের সাথে বলেন,বাইরের থেকে কেউ যদি কোন যায়গায় আসে তাহলে সে মেহমান হয় কিন্তু নড়াইলে এমনটা দেখলাম না,আমি ঢাকা থেকে নড়াইলে এসেছি কিন্তু নড়াইলের ছাত্রলীগের ছেলেপেলে কি ধরনের ভাষা ব্যবহার করে আমার সামনে মনিরুলের নামে শ্লোগান দিচ্ছে এটা রিতিমত আমাকে অপমান করা।
গ্রুপিং দল বিরোধী দল থাকতেই পারে তাই বলে সিনিয়ারদের অপমান করেবে ছাত্ররীগের ছেলে’রা।সকাল থেকেই পুলিশের চাপে ও ছাত্রলীগের ছেলে পেলের চাপে আমরা শান্তিপ্রিয় সমাবেশ করতে পারিনি এবং আমাদের শান্তিপ্রিয় সমাবেশ করতে দেইনি,এজন্য আমি মনে কষ্ট নিয়ে নড়াইল থেকে চলে যাচ্ছি বলেও জানান।এদিকে,(১৪ মে) শনিবার সকাল থেকে নড়াইল চৌ-রাস্তা এলাকায় মো:মনিরুল ইসলাম এর বাড়িতে বিএনপির সারাদেশের ন্যায় নড়াইলে বিক্ষোভ সমাবেশ করার পস্তুতীকালে দলীয় নেতা কর্মি জড়ো হওয়া সুরু হলে পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায় নেতা কর্মিগণ,পন্ড হয় বিএনপি’র এ সমাবেশ।নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো:মনিরুল ইসলাম জানান,আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে নড়াইলের দলীয় কার্যলয়ের সামনে শান্তিপ্রিয় বিক্ষোভ সমাবেশ করার জন্য দলীয় নেতা কর্মীগণ আসলে পুলিশি বাধার কারনে আমরা সমাবেশ করতে পারিনি এবং আপনারা দেখছেন আমার বাড়ির সামনে পুলিশ ও ছাত্রলীগের ছেলেপেলে ভরা,এটা কোন আইন হতে পারে না,আমরা বিরোধী দলীয় লোক বলে আমাদের সাথে এমন আইনের বল দেখাচ্ছেন।মনিরুল ইসলাম আরো জানান,স্বনির্ভর বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ও সাবেক এমপি শিরিন সুলতানা নড়াইলে বিক্ষোভ সমাবেশ সফল করতে আসেন কিন্তু পুলিশ ও ছাত্রলীগের ছেলে’রা আমাদের শান্তিপ্রিয় সমাবেশ করতে দেইনি এবং আমার নামে বাজে ভাষা ব্যবহার করে শ্লোগান দিচ্ছে আমি এর তিব্রনিন্দা ও প্রতিবাদ জানায়।


বিজ্ঞাপন