সিআইডি পাবনা কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ মজুদকৃত ভোজ্যতেল জব্দ সহ জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গত শনিবার ১৪ মে, আনুমানিক সকাল ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি পাবনার একটি টিম ঈশ্বরদী থানাধীন মানিকনগর সাকিনস্থ জনৈক মো. রিয়াজুল হক লিটনের দখল হতে অবৈধভাবে মজুদকৃত ১৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করে। বর্ণিত ব্যক্তির গোডাউনের মধ্যে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে মজুদকৃত ৮০ টি কার্টনে মোট ১৬০০ লিটার (তীর কোম্পানীর) সোয়াবিন তেল লুক্কায়িত অবস্থায় পাওয়া যায়।

অবৈধভাবে ভোজ্য তেলের মজুদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। উল্লেখিত ব্যক্তির ঈশ্বরদী বাজারে একটি মুদি দোকান রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঈশ্বরদী উপজেলা, ভোজ্যতেল* দোকানে মজুদ না করে অস্বাস্থ্যকর পরিবেশে গোডাউনে রাখার অপরাধে প্রথমবারের মতো তাকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ৫০০০ টাকা জরিমানা করেন।


বিজ্ঞাপন