খুলনায় “সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেসরুল ও শৃঙ্খলা” বিষয়ে ওয়েবিনারে নারী পুলিশ সদস্যদের সাথে জুম ক্লাউড মিটিং অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ মঙ্গলবার ১৭ মে, বিকাল ১টা ৩০ মিনিটের সময় অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) আমেনা বেগম, বিপিএম এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশে নারী পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক, টিকটক, টুইটার, ইন্সটাগ্রাম ব্যবহার সংক্রান্তে সচেতনতামূলক জুম ক্লাউড মিটিং অনুষ্ঠিত হয়।

কেএমপি’র পুলিশ লাইন্স কনফারেন্স কক্ষ থেকে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা জুম ক্লাঊড সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এ সময় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, পিপিএম-সেবা, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) খন্দকার লাবনী, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) শেখ ইমরান এবং সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) শিপ্রা রানী দাস এবং সহকারী পুলিশ কমিশনার (আরও) মোঃ আজম খান-সহ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’তে কর্মরত বিভিন্ন পদমর্যাদার ১৭০ জন নারী পুলিশ অফিসার ও ফোর্স।


বিজ্ঞাপন