নিজস্ব প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মাদককে না বলি, ইভটিজিং, ট্রাফিক আইন ও সড়ক ব্যবহারে সচেতনতা বিষয়ক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার,আব্দুল মোমেন পিপিএম।
এসময় তিনি তার বক্তব্যে মাদককে সমাজের নিকৃষ্ট ক্ষত, কালো ও ভয়াল থাবা হিসেবে উল্লেখ করেন। মাদকের কুফল বর্ণনা করতে গিয়ে বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু তার নিজ পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে।
মাদকের মতোই যুবক-যুবতিদের ফেইসবুক-ইউটিউবের আসক্তি থেকে বের হতে এবং সাইবার দুনিয়ার প্রতারণার ফাঁদ এর ব্যাপারও তিনি সতর্ক করেন। ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান।
সড়ক নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা পালন করে তবে ট্রাফিক আইন না মানার প্রবণতা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ বিধায় সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।